Panditammanya
New Member
English - USA, Tamil
Can someone help me parse the following sentence, from Kumar Prasad Mukherjee's book "Kudrat Rangi Birangi"? I am confused by the overall meaning and in particular by the words "যে, সে নাকি" here. Is যে being used as a relative pronoun referring to the সাহিত্যিক?
পঞ্চাশের দশকে আমাদের কফি হাউসের আড্ডায় কমলকুমার মজুমদার একটি বামপন্থী সাহিত্যিকের খবর দিয়েছিলেন যে, সে নাকি "স্ট্রাগল করবে বলে সিঁড়ির তলায় ঘর নিয়েছে। আসলে কী জান বাবু, এসব হল অটোবায়োগ্রাফি লেখার প্যাঁচ, বয়স হলে লিখতে হবে তো?"
পঞ্চাশের দশকে আমাদের কফি হাউসের আড্ডায় কমলকুমার মজুমদার একটি বামপন্থী সাহিত্যিকের খবর দিয়েছিলেন যে, সে নাকি "স্ট্রাগল করবে বলে সিঁড়ির তলায় ঘর নিয়েছে। আসলে কী জান বাবু, এসব হল অটোবায়োগ্রাফি লেখার প্যাঁচ, বয়স হলে লিখতে হবে তো?"