Dib
Senior Member
Bengali (India)
অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে"-র চতুর্থ স্তবকের শুরুর চার পংক্তি এই রকম:
"তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।"
TagoreWeb
এখানে কবি একদিকে বলছেন "করবে খেলা এই আমি", অন্যদিকে বলছেন "আসব যাব সেই আমি"। প্রথম ক্ষেত্রে "আমি" শব্দটিকে প্রথমপুরুষে ব্যবহার করেছেন, দ্বিতীয় ক্ষেত্রে সাধারণ প্রয়োগরীতি অনুসরণ ক'রে উত্তমপুরুষে ব্যবহার করেছেন। বাংলায় প্রথমপুরুষে "আমি"-র ব্যবহার আছে - অর্থ: অহংবোধ বা আত্মসত্ত্বা। এই গানের ক্ষেত্রে সত্ত্বা মানেটাই বেশি অর্থবহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই পংক্তি পরেই কবি উত্তমপুরুষে ফিরে এলেন কেন? পরপর এরকম দুটি আপাত-বিসদৃশ প্রয়োগ ঠিক কিসের দ্যোতক?
"তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।"
TagoreWeb
এখানে কবি একদিকে বলছেন "করবে খেলা এই আমি", অন্যদিকে বলছেন "আসব যাব সেই আমি"। প্রথম ক্ষেত্রে "আমি" শব্দটিকে প্রথমপুরুষে ব্যবহার করেছেন, দ্বিতীয় ক্ষেত্রে সাধারণ প্রয়োগরীতি অনুসরণ ক'রে উত্তমপুরুষে ব্যবহার করেছেন। বাংলায় প্রথমপুরুষে "আমি"-র ব্যবহার আছে - অর্থ: অহংবোধ বা আত্মসত্ত্বা। এই গানের ক্ষেত্রে সত্ত্বা মানেটাই বেশি অর্থবহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই পংক্তি পরেই কবি উত্তমপুরুষে ফিরে এলেন কেন? পরপর এরকম দুটি আপাত-বিসদৃশ প্রয়োগ ঠিক কিসের দ্যোতক?
Last edited: